Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

এইচটিএমএল এর টেক্সট ফরমেটিং (HTML Text Formatting Elements)

এইচটিএমএল(HTML) টিউটোরিয়াল

Created by : mamun_1
HTML,CSS,Javascript
tutorial
Programming, Software and application
223
2020-10-03 12:17:22

এইচটিএমএল এর টেক্সট ফরমেটিং (HTML Text Formatting Elements)


এইচটিএমএল Bold এবং strong ফরম্যাট এর উদাহরণ

<b> এলিমেন্ট Text কে বোল্ড করে, Text কে কোন বিশেষ গুরুত্ব প্রদান করে না।

উদাহরনঃ

<p>This is normal text - <b>and this is bold text</b>.</p>

এইচটিএমএল italic এবং emphasized ফরম্যাট

এইচটিএমএল এ <i> উপাদান দিয়ে ইতালিক টেক্সট ডিসপ্লে করা হয় কোন অতিরিক্ত গুরুত্ত প্রদান করা ব্যতীত।উদাহরনঃ

<p><i>Lorem ipsum</i> is the most popular filler text in history.</p>

এইচটিএমএল small ফরম্যাটিং

<small> ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল এ ছোট আকারের লেখা দেখানো যায়


উদাহরনঃ

<p>This is some normal text.</p>

<p><small>This is some smaller text.</small></p>

এইচটিএমএল marked ফরম্যাটিং:

হাই লাইট করা কোন টেক্সট ডিসপ্লে করার জন্য ব্যবহার করা হয়<mark> ট্যাগ

উদাহরনঃ

<p>Do not forget to buy <mark>milk</mark> today.</p>

এইচটিএমএল deleted ফরম্যাটিং

কোন টেক্সট কে বাদ দেয়া বা মুছে ফেলা হয়েছে বুঝাতে টেক্সট এর গায়ে কাটা চিহ্ন দেখানোর জন্য <d ট্যাগ ব্যবহার করা হয় ।উদাহরণঃ 

<p>My favorite color is <del>blue</del>!</p>

এইচটিএমএল inserted ফরম্যাটিং

কোন নতুন টেক্সট যুক্ত করা হয়েছে বূঝাতে টেক্সট এর নিচে দাগ দেখানোর জন্য আমরা<ins> ট্যাগ ব্যবহার করা হয়।উদাহরণঃ

<p> my favorite color is <ins>is not color<ins/> <p/>

এইচটিএমএল subscripts ফরম্যাটিং

সাধারন লাইনের নিচে কোন টেক্সট কে ডিসপ্লে করার জন্য আমরা <sub> ট্যাগটি ব্যবহার করব

উদাহরণঃ

<p> my favorite color is <sub>is not color<sub/> <p/>

এইচটিএমএল superscripts ফরম্যাটিং

সাধারন লাইনের উপরে কোন টেক্সট কে দেখানোর জন্য আমরা <sup> এই ট্যাগ টি ব্যবহার করা হয়


উদাহরণঃ

<p> my favorite color is <sup>is not color<sup/> <p/>